Posts

মনুষ্যত্ব হারায়, উন্নতির ধারায় - 'humanity = god (both stands for greatness but can't be seen)

মনুষ্যত্ব হারায়, উন্নতির ধারায়   সাধারন কর্মচারী ছিল সৌরভ তাই তার ছিল না কোন গৌরব লোকের সাহায্যে হাত বাড়াত কেউ বিপদে পরলে তাকে ছাড়াত নিজের কাজ নিজেই করত পাশে ছিল না কেউ বাড়ির একটা পোষা কুকুর করত ঘেউ-ঘেউ একদিন কর্মক্ষেত্র থেকে খোশমেজাজে ফিরল সে বাড়ি ম্যানেজার হতেই কিনে ফেলল নতুন একটা গাড়ি আত্মসন্মান বধ বেড়ে গেল তার প্রতিবেশীরা ডাকলে সারা দেয় না আর বাড়িতে রাখিল তিন জন ভৃত্য রাতে দেরি করে ফিরিত নিত্ত একদিন রাতে সে ফিরছিল বাড়ি পাড়ায় ঢুকতেই থমকে গেল তার গাড়ি জটলা করেছে পাড়ার লোক সেই দিকেই গেল সৌরভ-এর চোখ তারই এক মাসিমার নিথর দেহটা রাখা আছে খাটে সেটিকে আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাওয়া হবে ঘাটে মৃতদেহের সঙ্গে দেওয়া হল তার পরনের শাড়ি এইটুকু দেখেই সৌরভ চলে গেল বাড়ি সে যে উন্নতি করেছে মানছে সকলেই কিন্তু প্রভূত উন্নতি তার মধ্যে দেখা গেল কই? তার ঘরে জায়গা পেয়েছে আধুনিক যন্ত্রপাতি কিন্তু চিরকালের মত নিভে গেছে হায়, মনুষ্যত্বের বাতি

সাথীহারা - "Let the fish to breath"

সাথীহারা অ্যাকোয়ারিয়াম–এ মাছ রাখা হয়ে উঠেছে চল কিন্তু সেখানে তো আছে বড়োই আল্প জল তাতে হয় না যে ঠিকঠাক স্থান সঙ্কুলন থমকে যায় যে সেথা মুক্ত চলন তবু কেন গুটিকয়েক অবোলা প্রাণ হয়ে আছে বন্ধি, নেই কোন পরিত্রাণ কাঁচের এই ঘেরাটোপে তারা চিরকাল বন্দি পূর্ণ যে হবে না তাদের অভিসন্ধি এখানকার সব মাছ ভিন্ন ভিন্ন প্রজাতির খুঁজে পাওয়া দুস্কর কোন একটির স্বজাতি চলার পথে, অদৃশ্য প্রাচীরে তারা বারবার খায় ধাক্কা তবু জানি না, কেন যে তাদের, হয় না কোন শিক্ষা তারপর যাহা পড়িল চক্ষে সজরে এসে বাজল বক্ষে এ দৃশ্য, অতিশয় মায়াবী সাথিহারা মাছগুলি, করছে চুম্বন, নিজেরই প্রতিচ্ছবি